ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

নিজের শটগানের গুলিতে আনসার সদস্যের মৃত্যু

  প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ২১:৪৫

নিজের শটগানের গুলিতে আনসার সদস্যের মৃত্যু
আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আফজাল হোসেন নিজের শটগানের গুলিতে মারা গেছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনসার সদস্যের সহকর্মী মিরাজুল ইসলাম বলেন, আফজাল হোসেনসহ আমরা কয়েকজন বন্দরের ইউএনওর বাসায় ডিউটি করি। বিকেলের দিকে ডিউটি শুরু হওয়ার পর হঠাৎ একটি গুলির শব্দ পাই। তখন আমরা দৌড়ে গিয়ে দেখি মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আফজাল। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ২৫ বছর বয়সি আফজাল হোসেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, বন্দরের ইউএনওর বাসায় ওই আনসার সদস্য ডিউটি করতেন। বিকেলের দিকে নিজের শটগান দিয়ে তিনি নিজের মাথায় গুলি করেন। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

নিজ মাথায় গুলি চালানোর আগে ওই কর্মকর্তা বাসভবনের দেয়ালে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখেন বলে জানান তিনি।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি বাসভবনে ছিলাম না। আফজাল বিকেল ৪টার দিকে ডিউটি শুরু করেন। এর আধা ঘণ্টা পর শটগান দিয়ে নিজের মাথায় গুলি করেন। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

শটগান ও একটি গুলির খোসা জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানান ইউএনও মুহাইমিন আল জিহান।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত